/anm-bengali/media/media_files/V7gws5ZJykvEMMeByYex.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘যাঁরা ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং শীঘ্রই মর্যাদাপূর্ণ আইএএস, আইপিএস পরিবারের অংশ হতে চলেছেন, তাঁদের অভিনন্দন জানাই। আমি অত্যন্ত খুশি যে যারা পাশ করেছেন তাঁদের মধ্যে ৩৪% মহিলা। আমি আত্মবিশ্বাসী যে একটি উজ্জ্বল এবং আরও সমান একটি সমাজ রয়েছে যেখানে প্রথম চারটি নাগরিক পদ নারীদের দ্বারা অর্জন করা হয়। নারীদের এগিয়ে আসতে হবে, তাদের এমন একটি মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেখানে একজন নারীকে উৎসাহিত করা হবে, যেখানে গণধর্ষণকারীদের ছেড়ে দেওয়ার আগে মানুষ দু'বার ভাববে, যেখানে পুরুষরা নারীদের গ্রহণ করার আগে দু'বার ভাববে। মহিলারাই আমাদের শক্তি, আগামীতে আরও শক্তিশালী ভারতের জন্য মেয়েদের এগিয়ে আসতে হবে।‘
I congratulate all who cracked civil services exams 2022 and would soon be part of the prestigious IAS, IPS family. I am extremely happy that 34% of them are women. I am confident of a brighter and more equal a society seeing the first 4 civil ranks are bagged by women. Women…
— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2023