Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/9dx9LDMFQ0bCiAo3CZiH.webp)
নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়ায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ইস্যুতে সুর চড়ান বিজেপির বিরুদ্ধে।
/anm-bengali/media/media_files/ANfx0cKt85CXEQL7GhtB.png)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মোদির গ্যারান্টি জুন মাসের পর সবাইকে জেলে ভরে দেওয়ার। আমাদের গ্যারান্টি মানুষের পাশে দাঁড়ানো। আমিও তো বলতে পারি আপনাদের সবাইকে জেলে পাঠাব। আমার মুখ বন্ধ করা সহজ নয়। কিন্তু আমি এ কথা বলতে পারি না। দুর্নীতি নিয়ে মিথ্যা বলছেন, প্রমাণ করে দেখান। উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে কেন গরু আসে? আমরা চাই না গরু আসুক। সীমান্ত রক্ষার দায়িত্ব, কয়লা খনির নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের। প্রধানমন্ত্রী বললেন ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন। এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? শুধু মোদি বাইরে থাকবেন, আর সবাই জেলে থাকবে'।
/anm-bengali/media/media_files/jq4T4k7EaPrky2qYTxKz.jpg)
/anm-bengali/media/post_attachments/141e8db34b89ce878a6b4b1395facba69c1bf94e1bcc3b8edcf892ec92b63337.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us