Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: রমজান মাসের শেষে আজ খুশির ঈদ। রেড রোডে নামাজ পাঠের অনুষ্ঠানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/post_attachments/6adfe3919a8f193d6505a6ea2a9f3b4186c1dfdffc6388e1b77514864a6a7b07.jpg)
মুখ্যমন্ত্রী বলেন, 'ইডি-সিবিআই-আয়করের জন্য আলাদা জেলখানা তৈরি করুন। আমরা সিএএ, এনআরসি বিরোধী। এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। এজেন্সিকে ভয় পাই না। বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে কী চাই? অভিন্ন দেওয়ানি বিধি আনছে, আমরা মানব না'।
/anm-bengali/media/post_attachments/83a7ffd8882d3c04fe5f247af7097fa6bd01702dfc94d6c4d5d53fe28753b3e0.gif)
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us