মেয়েটির জীবনের দাম ১০ লক্ষ! ভিডিও ফেক? আসল ভিডিওটিতে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা?

এই ভিডিও ঘিরে ব্যাপক তোলপাড়।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
mamatamoneyu.jpg

নিজস্ব সংবাদদাতা: আর জি করের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য প্রচন্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের তিনি দাবি করেছেন যে মেয়েটিকে আর ফেরানো যাবে না তবে তার নামে যদি কিছু করা যায় তার জন্য তিনি টাকা দিয়ে দেবেন। এরপরে তিনি বলেছেন ১০ লক্ষ টাকা পরিবারকে দিয়ে দেওয়া যায়। তারপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষের প্রশ্ন একটি মেয়ের জীবনের দাম ১০ লক্ষ টাকা? 

mamatafasi

তবে ভিডিওটি আসল না নকল সেই প্রশ্ন কেউ করেনি। এবার একটি দল দাবি করল যে অংশটি তুলে ধরা হয়েছে সেটি আসলে এডিট করা।

mamfasi

তৃণমূল সাপোর্টার্স নামক একটি একাউন্ট থেকে যে পোস্ট করা হয়েছে ভিডিও দিয়ে তাতে লেখা, 'বিরোধীদের ৫সেকেন্ডের এডিট ভিডিও দেখে অনেক ফেক নিউজ ছড়িয়েছেন।। ১০লাখ নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন পুরো ভিডিও শুনুন'।   

mamangry1

(ভিডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ)