New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ ফের উত্তাল পশ্চিমবঙ্গের বিধানসভা। বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। বিধানসভা চত্বরে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখালেন তারা।
/anm-bengali/media/post_banners/4cZT5wSoyHJepKAtOzxA.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেওয়ার সময় বিজেপি বিধায়কদের বিক্ষোভ এবং স্লোগান শুরু হয়। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, "চেয়ারকে সম্মান করতে হয়। রোজ হাউস ভাঙচুর করা কর্তব্য হতে পারে না। মানবিকতা সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us