রাজ্যে প্রচুর কর্মসংস্থানের খোঁজ দিলেন মুখমন্ত্রী, হাতে পেলেন প্রচুর জমি

দ্রুত শিল্পায়ন আমাদের লক্ষ্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cm mamataw.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে কর্মসংস্থান বাড়ানোই এবার মূল লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তা সম্ভব তখনই যখন রাজ্যে শিল্পসম্ভার বাড়বে। তাই রাজ্যজুড়ে শিল্প বাড়ানোর পথে হাঁটছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন সরকার। বুধবার একগুচ্ছ শিল্পের খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া, পানাগড়, দুর্গাপুর, হাওড়া সহ একাধিক জায়গায় বিভিন্ন জমি চিহ্নিত করে শিল্পায়নের পরিকল্পনা করা হচ্ছে।

cm mamata bn.jpg

মুখ্যমন্ত্রী এদিন জানান, দ্রুত শিল্পায়ন আমাদের লক্ষ্য। পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি চিহ্নিত করা হয়েছে। এছাড়াও পানাগড়, দুর্গাপুরে একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মক্ষেত্র তৈরিই সরকারের লক্ষ্য।