‘বেশি মুখ খোলাবেন না’, হঠাৎ মোদীকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

কার্যত ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi-mamata

File Picture

নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন সরকারকে একাধিক বিষয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের অবস্থা নিয়ে একাধিক বিষয়ে তোপ দাগেন তিনি। সেই নিয়ে এদিন কার্যত ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। 

তাঁর কথায়, “আপনাকে ওপেন চ্যালেঞ্জ, শুনতে পারলে শুনুন। বাংলার ভুল ধরার আগে, নিজের রাজ্যগুলি দেখুন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নিরাপত্তা ব্যবস্থা দেখুন, সেখানে নারীদের সম্মান দেখুন। তারপর বাংলার ভুল ধরবেন। বেশি মুখ খোলাবেন না, মুখ খুলে দেব। শুধু দেশের সম্মানের দায়িত্ব বিরোধীদের নয়, আপনার কাঁধেও রয়েছে”।

m36t

তবে এদিন মুখ্যমন্ত্রী কোন বিষয়ে মুখ খোলার কথা বলেছিলেন, তা এখনও স্পষ্ট হয়নি।