/anm-bengali/media/media_files/2025/06/23/cm-books-2025-06-23-20-56-20.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার রাজ্যের প্রতিটি স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ১৯টি বই রাখা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের স্কুলগুলিতে ৫১৫টি বইয়ের তালিকা পাঠানো হয়েছে, যেগুলি লাইব্রেরির জন্য কিনে রাখতে হবে। সেই তালিকায় বিজ্ঞানী আইনস্টাইন, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্রের বইয়ের পাশাপাশি স্থান পেয়েছে মুখ্যমন্ত্রীর লেখা একাধিক বইও।
রাজ্যের তরফে জানানো হয়েছে, স্কুলগুলিকে ১ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে গ্রন্থাগার উন্নয়নের জন্য। সেই অনুদানেই নির্দিষ্ট তালিকার বইগুলি কিনতে হবে। বইগুলির মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা বই - উপলব্ধি, ক্রোকোডাইল আইল্যান্ড, পল্লবী, পথের সাথী, মা, কথাঞ্জলী ইত্যাদি ছাড়াও রয়েছে আরও কয়েকটি বই।
এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের অভিযোগ, "শিক্ষার মধ্যে ব্যক্তিপূজা ঢোকানো হচ্ছে"। তাঁদের মতে, বইয়ের গুণগত মান না দেখে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/3AQnCZWGfN9KwGt9gTCf.png)
তবে সরকারি আধিকারিকদের মতে, ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর আত্মজীবনীমূলক ও সাহিত্যধর্মী বই স্কুলে রাখতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, "এটি বাধ্যতামূলক নয়, তবে সুপারিশ করা হয়েছে"।
এখন দেখার, রাজ্যের এই সিদ্ধান্তে শিক্ষাক্ষেত্রে আদতে কী প্রভাব পড়ে এবং বিরোধী রাজনৈতিক দলগুলি কীভাবে এই ইস্যুতে আন্দোলন গড়ে তোলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us