/anm-bengali/media/media_files/OUj7OQJDC0YlgU5N7xp0.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোতে ফের কালো মেঘের ছায়া। পাঁচ দিন আগে মেঘভাঙা বৃষ্টির দুর্যোগ কাটিয়ে শহরবাসী যখন পুজোয় মেতে উঠেছেন, ঠিক তখনই আবহাওয়া দফতর জানাল মনখারাপের খবর।
ওড়িশায় তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূলীয় জেলাগুলিতে বিকেল পর্যন্ত বইতে পারে ঝোড়ো হাওয়া।
আবহাওয়াবিদদের মতে, শনিবার সকাল থেকে রোদ-ঝলমলে আবহাওয়া থাকলেও দিনে আকাশ আংশিক মেঘলা হতে পারে। শহরে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হলে মিলবে অস্থায়ী স্বস্তি, না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Kj2OqXPWYpYoWecH5gyw.jpg)
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ক্রমশ ছত্তিশগড়ের দিকে সরে যাবে। ফলে ষষ্ঠী থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। সপ্তমী ও অষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে একেবারে বৃষ্টি হবে না, এমন নিশ্চয়তা নেই।
আবহবিদরা সতর্ক করছেন, নবমী নাগাদ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে নবমীর রাত থেকেই বৃষ্টির মাত্রা আবারও বাড়তে পারে। দশমীতে কলকাতাসহ অন্তত ১১ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতেও জারি হয়েছে সতর্কতা।
তবে বৃষ্টি যে দর্শনার্থীদের উচ্ছ্বাসে জল ঢালতে পারবে না, তা গতকালই প্রমাণ হয়েছে। ভিজে রাস্তা, ভিড় আর আকাশভাঙা বৃষ্টির মধ্যেও ঠাকুর দেখতে বেরিয়েছেন অনেকে। তাঁদের কথায়, “বছরে একবার পুজো হয়, তাই বৃষ্টি হলেও ঠাকুর দেখা বন্ধ হবে না। প্রয়োজনে ছাতা নিয়েই বেরোতে হবে"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us