বাংলাদেশ থেকে হঠাৎ ঢুকলো মেঘ, আর তাতেই তৃতীয়ার সন্ধ্যে ভিজলো জোরকদমে

সন্ধ্যা নামতেই শহরের বহু পুজো মণ্ডপে ঠাকুর দেখতে ভিড় জমেছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
heavy rain gujarat

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর আনন্দে ভাটা ফেলল বৃষ্টি। তৃতীয়ার সন্ধ্যায় বাংলাদেশ থেকে ঢুকে পড়া মেঘপুঞ্জের জেরে প্রবল বর্ষণে ভিজল কলকাতা ও সংলগ্ন এলাকা। হাওয়া অফিস ইতিমধ্যেই শহরে কমলা সতর্কতা জারি করেছে।

সন্ধ্যা ঘনাতেই উত্তর ২৪ পরগণা, বসিরহাট ও হাওড়ায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে সেই মেঘ ভাঙড়, নিউটাউন, সল্টলেক পেরিয়ে ঢুকে পড়ে কলকাতায়। একাধিক জায়গায় জল জমে যায়, বিশেষত বাইপাস সংলগ্ন এলাকা ও সেক্টর ফাইভে। অফিস ফেরত সময়ে প্রবল বর্ষণে চাপে পড়েন সাধারণ মানুষ।

দিনভর বৃষ্টি না থাকায় সন্ধ্যা নামতেই শহরের বহু পুজো মণ্ডপে ঠাকুর দেখতে ভিড় জমেছিল। অনেক জায়গায় লম্বা লাইনও দেখা যায়। কিন্তু হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন দর্শনার্থীরা।

rain

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগণায় আরও কিছুক্ষণ ভারী বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে একের পর এক সিস্টেম তৈরি হচ্ছে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। সেই কারণে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পুজোর আগে মহালয়ার দিনে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক নামী ক্লাবের পুজো মণ্ডপ। তৃতীয়াতেও ফের বৃষ্টির দাপটে আতঙ্ক বাড়ল মণ্ডপ কর্তাদের। এখন দেখার বিষয়, পুজোর মূল চার দিনে আকাশ কতটা রোদ্দুরমুখী হয়।