/anm-bengali/media/media_files/EBnaCpWcF5PsyZbE9ZdD.jpg)
নিজস্ব সংবাদদাতা: পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তনের কথা ঘোষণা করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান যে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে এবং চলবে দুপুর থেকে ৩.১৫টে পর্যন্ত। এর কারণ হলো এই বছর আর একাদশ শ্রেণীর পরীক্ষা বোর্ড নেবে না। তার বদলে স্কুলেই নেওয়া হবে পরীক্ষা। ফলে মেধাতালিকা পাল্টে যাবে।