/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে ফের উঠল গুরুতর প্রশ্ন। আরজি কর হাসপাতালের নার্স খুন ও ধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল কলকাতার কসবা এলাকায়। এ বার এক সিভিক ভলান্টিয়ার ধরা পড়লেন কনস্টেবলের পোশাক পরে প্রকাশ্যে দাদাগিরি করতে গিয়ে।
ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়। কসবার রাস্তায় মদ্যপ অবস্থায় এক যুবককে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ ধরে রাস্তায় সাধারণ মানুষকে হেনস্থা করছিলেন তিনি। সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে উলটে তাঁদের উপর চড়াও হন।
/anm-bengali/media/media_files/2025/03/07/fGs26HrirPxc9wsICMmm.jpg)
পরিস্থিতি বেগতিক দেখে বাসিন্দারা ১০০ ডায়ালে ফোন করে পুলিশের সাহায্য চান। কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তিনি আদতে কনস্টেবল নন, প্রগতি ময়দান থানার এক সিভিক ভলান্টিয়ার।
যা জানা যাচ্ছে, থানার ভিতরেই কোথাও থেকে চুরি করা পোশাক পরে এই কাজ করছিলেন অভিযুক্ত। পুলিশ নীরজ সিং নামের ওই সিভিক ভলান্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us