/anm-bengali/media/media_files/8g3DhdftYm3Gx7biRSPA.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন ধরে চলা ধারা বজায় রেখে আজ রবিবার সকাল থেকেই কলকাতা শহরে মেঘলা আকাশ ও রিমঝিম বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যার প্রভাবে আজ শহরে ভারী বৃষ্টিপাত হতে পারে।
শহরের তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক হলেও আর্দ্রতার মাত্রা বেশ উঁচুতে রয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির কারণে রাস্তাঘাটে জলাবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতার কিছু নিচু এলাকায়।
কলকাতা পুরসভা (KMC) আগাম প্রস্তুতি নিয়ে কিছু জায়গায় পোর্টেবল পাম্প ও জেট সাকশন মেশিন বসিয়েছে। মেয়র ফারহাদ হাকিম আশ্বস্ত করেছেন, বৃষ্টি থামার পর ৫ ঘণ্টার মধ্যে অধিকাংশ রাস্তায় জল নামিয়ে ফেলা হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/31/7SP34vglUFdLz9rWjwwB.jpg)
শহরের কিছু অংশে ইতিমধ্যেই জমে থাকা জল যান চলাচলে প্রভাব ফেলছে। ব্যস্ত সময়ে অফিসযাত্রী ও ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ ও ৩১ জুলাই শহরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতর নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যাঁরা জলাবদ্ধ এলাকায় থাকেন, তাঁদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
সব মিলিয়ে, বৃষ্টিতে ভিজছে শহর, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া দ্রুত পদক্ষেপ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে নাগরিকদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us