/anm-bengali/media/media_files/2025/08/04/cholera-water-2025-08-04-15-24-15.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শহর কলকাতায় নতুন করে আতঙ্ক ছড়াল কলেরার সংক্রমণ। বেহালা পর্ণশ্রীর বাসিন্দা মাত্র চার বছরের এক শিশুকন্যা বর্তমানে পিয়ারলেস হাসপাতালে ভর্তি, সে ভিব্রিও কলেরি সংক্রমণে আক্রান্ত হয়েছে। চিকিৎসকদের দাবি, ডায়রিয়া, জ্বর এবং বমির উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে কলেরা ধরা পড়ে।
চিকিৎসক ডা. সহেলি দাশগুপ্ত জানিয়েছেন, শিশুটিকে ভর্তি করা হয়েছিল ২ আগস্ট। তিনি বলেন, “ওপিডি-তে আসার সময় শিশুটি প্রচণ্ড ডিহাইড্রেটেড অবস্থায় ছিল। স্টুলের রঙ চাল ধোয়া জলের মতো ছিল, যা ক্লাসিক কলেরা লক্ষণ। স্টুল টেস্টে ভিব্রিও কলেরি পজিটিভ এসেছে। দ্রুত চিকিৎসা শুরু করা হয় এবং তাকে আইসোলেশনে রাখা হয়েছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/04/cholera-2025-08-04-15-22-57.jpeg)
বর্তমানে শিশুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে, তবে এখনও পর্যন্ত স্টুল ফ্রিকোয়েন্সি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পিয়ারলেস হাসপাতাল ইতিমধ্যেই এই সংক্রমণের খবর রাজ্য স্বাস্থ্যভবন এবং কলকাতা পুরসভাকে জানিয়েছে। চিকিৎসকদের ধারণা, শিশুটি দূষিত পানীয় জল থেকেই আক্রান্ত হয়েছে। ঠিক কীভাবে ওই জলে ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া প্রবেশ করল, তা এখন তদন্ত করবে পুরসভা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us