চিংড়িহাটার মেট্রো জট কাটাতে হবে রাজ্যকেই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

বৃহস্পতিবারের মধ্যেই কবে বৈঠক হবে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
calcutta highcourty1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মাত্র ৩৬৬ মিটারের জন্য আটকে রয়েছে দক্ষিণ কলকাতার কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো পরিষেবা। বারবার আবেদন জানিয়েও জমি পায়নি মেট্রো কর্তৃপক্ষ। আদালতের দ্বারস্থ হওয়ার পরও কাজ শুরু সম্ভব হয়নি। এবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, সমস্যার সমাধানে রাজ্যকে উদ্যোগী হতে হবে।

বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায়, জনস্বার্থে দ্রুত পদক্ষেপ জরুরি। এজন্য মেট্রো রেল, আরভিএনএল (RVNL), কেএমডিএ (KMDA), রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে একসঙ্গে বৈঠকে বসতে হবে। বৃহস্পতিবারের মধ্যেই কবে বৈঠক হবে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

zxcvbn

আদালতে জানানো হয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত নির্দিষ্ট সময়ে রাতভর কাজ করা হলে মাত্র দুই সপ্তাহেই সমস্যার সমাধান সম্ভব। তবেই চালু হবে বহু প্রতীক্ষিত এয়ারপোর্ট মেট্রো রুট।

উল্লেখ্য, চিংড়িহাটার ওই ৩৬৬ মিটার জমি এবং নব দিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত অংশের জমি মেট্রো প্রকল্পের জন্য রাজ্য এখনও দেয়নি। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও সংসদে বিষয়টি উত্থাপন করেছিলেন।