ভারত-চিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, বার্তা চিনের ভারপ্রাপ্ত কনসাল জেনারেলের

শুল্কনীতি প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন এই সাক্ষাৎকারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-19 at 20.32.28

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারত ও চিনের সম্পর্ক যে ধীরে ধীরে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে, সেই বার্তা দিলেন পিপলস্‌ রিপাবলিক অফ চিনের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মিঃ কিন ইয়ং। ঘন ঘন উচ্চ পর্যায়ের বৈঠক এবং কৌশলগত যোগাযোগকে সামনে রেখে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে তৈরি হওয়া “নতুন বোঝাপড়া” দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি গড়ে তুলছে।

এএনএম নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মিঃ কিন জানান, কাজান ও তিয়ানজিনে অনুষ্ঠিত বৈঠকগুলি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককেই শক্তিশালী করেনি, বরং দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার কাঠামোও নির্ধারণ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন এই সাক্ষাৎকারে। তাঁর কথায়, চিন শুল্ক যুদ্ধের বিরোধিতা করে এবং একে সকলের জন্য অন্যায্য মনে করে। তাঁর মতে, চিন বহুপাক্ষিকতার পক্ষে এবং বিশ্ব বাণিজ্যে ন্যায্য অনুশীলন রক্ষায় অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের সঙ্গে একযোগে কাজ করবে। তবে কোনও দেশের সরাসরি বিরোধিতায় নয়, বরং সম্মিলিত প্রয়াসে থাকবে তারা।

এ বছর ভারতীয় নাগরিকদের জন্য প্রায় ২.৫ লক্ষ ভিসা ইস্যু করেছে চিনা দূতাবাস ও কনস্যুলেট— যা গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি, তিব্বতের পবিত্র স্থানে তীর্থযাত্রার পথও আরও সহজ হয়েছে। ইতিমধ্যেই ১৬ হাজারেরও বেশি ভারতীয় ধর্মীয় যাত্রা সম্পন্ন করেছেন।

মিঃ কিন আশাবাদী, খুব শিগগিরই ভারত-চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ফের চালু হবে। তাঁর দাবি, এই পদক্ষেপগুলি দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও মজবুত করে তুলবে।