/anm-bengali/media/media_files/2wEPb1meDYz6Uo72cAIO.jpg)
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গ দিবস কবে? ২০ জুন দিনটিতে বিজেপির তরফে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলেও তা মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল পয়লা বৈশাখ দিনটিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চায়। এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। শাসক-বিরোধীদের কাজিয়া তুঙ্গে। এবার পশ্চিমবঙ্গ দিবস ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ট্যুইটারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যগ করে, তার বিরুদ্ধে ইতিহাস পরিবর্তন করার চেষ্টার অভিযোগ করেছেন। অগ্নিমিত্রা ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, ''২০শে জুন পশ্চিমবঙ্গ দিবস। আপনি রাষ্ট্রের জন্মদিন হিসাবে অন্য তারিখ তৈরি করে ইতিহাস বিকৃত করতে পারবেন না।আপনার সংকীর্ণতার রাজনীতি বাংলার জনগণ বর্জন করবে।''
@MamataOfficial is trying to change HISTORY
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) August 29, 2023
20th june is PASCHIMBANGA DIBAS
You can’t distort history by creating another date as the birthday of the state
Your politics of narrowness will be discarded by the people of BENGAL!!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us