New Update
/anm-bengali/media/media_files/o8gjphfYFXKE4R3KPXLf.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃআজ বাইশে শ্রাবণ। দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবস।
/anm-bengali/media/post_attachments/9b66843027ed87b825a42d634162fc7384d48052a5e04111612d49cd46375448.jpg?size=948:533)
এই আবহে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, '' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বছরের প্রতিটা দিনে, প্রতিটি মূহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁনার আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিক্নির্দেশক। ''
/anm-bengali/media/post_attachments/74c3a0d9df3a4ed9be4c954e6ff494e0badc3fa4e9d4d46019315bc103dd191d.jpg)
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।
— Mamata Banerjee (@MamataOfficial) August 7, 2024
বছরের প্রতিটা দিনে, প্রতিটি মূহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁনার আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিক্নির্দেশক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/43f6a9188b13e89bf047306b544da13fac9b7d327c39a019a8a626a8140dde4d.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)