মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ ভাঙা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের মঞ্চ ভাঙা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-01 5.13.21 PM

নিজস্ব সংবাদদাতা: মেয়ো রোডে সেনা এলাকার অন্তর্ভুক্ত অংশে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ গড়ে ওঠার পর অনুমতির মেয়াদ শেষ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সেটি সরিয়ে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “এটি সম্পূর্ণ অনৈতিক, অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং ক্ষমতার অপব্যবহার। বিজেপি সেনাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে চাইছে। এটাই আজকের বার্তা। তারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কিংবা সীমান্ত নিরাপত্তা—কোনও কিছুর প্রতিই গুরুত্ব দেয় না।”