New Update
/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। আরজি করে চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ ভাষণও দিয়েছেন তিনি।
/anm-bengali/media/media_files/6Nx7XLSrDCDLlAWbvUrP.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বাংলায় ইঁদুর কামড়ালেও টিম পাঠাচ্ছে বিজেপি। ৯ জন রাজ্যপাল বদল হল আমাদের হল না। ক্ষমতা থাকলে আমায় ছুঁয়ে দেখান। গেছিল তো আরজি করে প্রমাণ লোপাট করতে। ভুল করে চারতলার বদলে তিনতলায় চলে গিয়েছিলেন।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us