৮-১০ টাকা বেড়ে গেলো দাম! আর খাওয়া যাবে না

রাজ্যে আবার দাম বৃদ্ধি পেয়েছে মাংস এবং ডিমের। মোটামুটি ৮-১০ টাকা বৃদ্ধি পেয়েছে দাম। জেনে নিন এই মুহূর্তে কত চলছে দাম।

New Update
chicken

নিজস্ব সংবাদদাতা: এপ্রিলের শেষের দিক থেকেই ক্রমাগত বাড়ছে পোল্ট্রির মুরগির মাংসের (Poultry Chicken) দাম। মে মাসের প্রথম দিন সাতেকেই মাংসের দাম বাড়তে বাড়তে কেজিতে প্রায় ৩০০ টাকা ছুঁয়ে ফেললো। এদিকে মুরগির ডিমের (Egg) দামও পাল্লা দিয়ে বেড়ে চলেছে (Price Hike)। শহরের কোথাও কেজিতে ২৬০ টাকা তো কোথাও আবার ২৮০ টাকায় পাওয়া যাচ্ছে মাংস। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (West Bengal Poultry Federation)-এর প্রস্তাবিত হার অনুযায়ী, এই দাম আড়াইশো টাকার মধ্যে থাকা উচিত। গত সাতদিনে ডিমের দাম জোড়ায় ১ টাকা ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে বর্তমানে এক জোড়া ডিম ১০ টাকা ৮০ পয়সা দরে পাওয়া যাচ্ছে। খুচরো বাজারে এক জোড়া ডিমের দাম ১২ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা। এক ডজন ডিমের দাম পাইকারি বাজারে প্রায় ৮-১০ টাকা বৃদ্ধি পেয়েছে।