চারধাম দর্শন করতে পারবেন বসিরহাট গেলেই! দেখুন অনন্য থিম

কোথায় হয়েছে এই প্যান্ডেল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-29 at 3.07.08 PM

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার নজরকাড়া পুজোর মধ্যে বসিরহাট প্রান্তিক ক্লাব এবার নাম লিখিয়েছে। ৮০ তম বর্ষে চারধামকে ঘিরে রাত যত বাড়ছে তত দর্শনার্থীদের ঢল বাড়ছে। চারধাম মন্দির প্লাইউড ও সোলা দিয়ে তৈরী করা হয়েছে দর্শনার্থীদের জন্য। প্রান্তিক ক্লাব প্রাঙ্গনে একদিকে মোবাইল ফোনের সেলফির ঝলকানি অন্যদিকে ক্যামেরা বন্দী করে মনের মনিকোঠায় রেখে দেওয়ার চেষ্টা অহরহ দেখা যাচ্ছে। ক্লাব সম্পাদক সুরজিৎ মিত্র বাদল সহ উদ্যোক্তারা জানাচ্ছেন যে যেসব মানুষ চারধাম যেতে পারেন না তাদের জন্য অবিকল সেই মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে যা জেলার মানুষের নজর কেড়েছে। 

WhatsApp Image 2025-09-29 at 3.14.29 PM