ট্রাম্পের বক্তব্য নিয়ে মোদিকেই কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের

ট্রাম্পের বক্তব্য নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের কটাক্ষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-07 8.42.25 AM

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তীব্র কটাক্ষ করেছেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ট্রাম্প হাস্যরসের ভঙ্গিতে কথা বলেছেন। তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু যেটা বাস্তব—ভারতের ওপর যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা কি তুলে নিয়েছেন? যদি কিছুই পরিবর্তন না হয়, তবে কিভাবে সেটা ভালো বলা যায়?”

চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, “বন্ধুত্বের কথা অনেক বলা হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই ঘটেনি। গতকাল যা বলেছেন, সেটাও তিনি রসিকতার সুরে বলেছেন। আসল সমস্যাগুলো রয়ে গেছে।”

তিনি দাবি করেন, আন্তর্জাতিক মঞ্চে ভারত নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি যতই প্রচার চালাক না কেন, বাস্তবে এর থেকে দেশের সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের কোনো লাভ হচ্ছে না।