BREAKING: দিল্লিতেও প্রতিবাদ করবো ! এবার গর্জে উঠলেন চন্দ্রিমা ভট্টাচার্য

কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য ?

author-image
Debjit Biswas
New Update
chandrimabud

নিজস্ব সংবাদদাতা : এবার বাংলা ভাষা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে গর্জে উঠলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন,''ভারতে বাংলা বলা কি অপরাধ? কেউ হিন্দি বলুক, কেউ আসামি বলুক বা কেউ বাংলা বলুক ,ভারতে সবাই একসঙ্গে থাকে। কিন্তু বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি, কেন্দ্রীয় সরকারের সহায়তায় বাংলা ভাষা নিয়ে এই ধরনের কথা বলছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।  যখনই কোথাও কোনও অন্যায় হয়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবার আগে প্রতিবাদ করেন। সেই কারণেই আগামী ১৬ জুলাই কলকাতায় একটি মিছিল হবে, তারসাথে রাজ্যের অন্য জেলাগুলিতেও মিছিল হবে। আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার মিছিলে নেতৃত্ব দেবেন। এরপর  আমরা দিল্লিতেও প্রতিবাদ করব।"

chndrima .jpg