New Update
/anm-bengali/media/media_files/mrTParqvdQmJePSeq286.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার ইডির তলব ও জিজ্ঞাসাবাদের পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার বোলপুর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আদালত তাঁকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেও নির্দেশ দিয়েছে, মামলার পরবর্তী শুনানির আগে বোলপুরের বাইরে যাওয়া যাবে না।
ইডি সূত্রে খবর, তদন্ত চলাকালীন প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে ১০০ জন চাকরিপ্রার্থীর নামের একটি তালিকা উদ্ধার হয়। ইডির জেরায় কুন্তল দাবি করেন, ওই তালিকা পাঠিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। আর সেই পরিপ্রেক্ষিতেই ইডির নজরে আসেন মন্ত্রী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/LTjzTmhIhLPBC424CxuT.webp)
এরপর আদালতের নির্দেশে এদিন ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us