/anm-bengali/media/media_files/mrTParqvdQmJePSeq286.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে উঠে এল নতুন বিস্ফোরক তথ্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে মন্ত্রীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা পড়েছে। এই বিপুল অর্থের উৎস সম্পর্কে ইডিকে স্পষ্ট তথ্য দিতে পারেননি বলে অভিযোগ।
জুলাই মাসে ইডি দু’বার নোটিস পাঠালেও হাজিরা এড়িয়ে যান বোলপুরের এই তৃণমূল বিধায়ক। তবে বৃহস্পতিবার অবশেষে ইডির দফতরে উপস্থিত হন তিনি। সূত্রের খবর, ওইদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, তা স্পষ্ট হয়নি।
এর আগে, নিয়োগ দুর্নীতির তদন্তে মন্ত্রীর বোলপুরের বাড়িতে একাধিকবার তল্লাশি চালায় ইডি। সেখান থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। ওই অর্থেরও বৈধ উৎস ব্যাখ্যা করতে ব্যর্থ হন মন্ত্রী—এমনটাই দাবি তদন্তকারীদের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/LTjzTmhIhLPBC424CxuT.webp)
ইডি সূত্রে খবর, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথের নাম উঠে আসে। সেই কারণেই তাঁর বাড়িতে তল্লাশি ও তলব করা হয়।
ইডি ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর কাছে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটে নাম উল্লেখের জন্য অনুমতি চেয়েছে। সূত্রের দাবি, রাজ্যপাল তদন্তের অনুমতি দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us