New Update
/anm-bengali/media/media_files/qXijWuaWrk6BAJZTRI2R.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতিকাণ্ডে গতকাল সন্দেশখালি এবং বনগাঁয় গিয়ে হামলার মুখে পড়ে ইডি। তারপরই বাড়ানো হল সল্টলেকের সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা। ধাপে ধাপে আনা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এরাজ্যে ইডির সদর দফতর। মাঝরাতে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে আসার পর সিজিও কমপ্লেক্সেই রাখা হয়। আর আজ নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে তাঁর। আজই তোলা হবে আদালতে। তাঁর সাথে রয়েছে ৩টি কনভয়ে ১০ জন সিআরপিএফ জওয়ান। এছাড়াও প্রচুর সংখ্যাক জওয়ান রয়েছে সিজিও-র বাইরে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us