New Update
/anm-bengali/media/media_files/feTuNgiljKpCbHGqGL4i.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আমরণ অনশনে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডে দ্রুত ন্যায়বিচারের দাবি তুলেই চলছে তাঁদের অনশন। এই পরিস্থিতিতে তিলোত্তমার বিচারের দাবিতে শনিবার সিবিআই দফতর অভিযান করল নাগরিক সমাজ।
দশমীর বিকেলে রাস্তায় নামলেন সাধারণ মানুষ। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত সেই মিছিলের আয়োজন করে একাধিক নাগরিক মঞ্চ। মিছিলে হাঁটেন সাধারণ মানুষ। বিভিন্ন বয়সের মানুষকে দেখা যায় এই মিছিলে। মিছিল শেষে সিজিও কমপ্লেক্সে নাগরিক সমাজের পাঁচ সদস্যের প্রতিনিধি দল যায় স্মারকলিপি জমা দিতে। তদন্ত নিয়ে সিবিআইয়ের ভূমিকায় তাঁরা মর্মাহত বলে মিছিল শেষে জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা।