/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: একই দিনে পরপর দুইবার পুলিশের বাধার মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার প্রথমে ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর কর্মসূচিতে বাইক নিয়ে যাত্রার সময় তাঁকে আটকে দেয় পুলিশ। পরে, এক চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে ফের পুলিশের বাধার মুখে পড়েন তিনি। শেষমেশ, দু’জনকেই পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, যা ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
যা জানা যাচ্ছে, হরিশ মুখার্জি রোডে সুকান্ত মজুমদার গাড়িতে বসা অবস্থায় পুলিশ তাঁকে এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখে বলে অভিযোগ। তিনি তখন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে খবর পেয়ে ওই চিকিৎসক নিজেই রাস্তায় আসেন। তিনি জানান, “সৌজন্যমূলক সাক্ষাৎ করার কথা ছিল। মা বাড়িতে ওঁর জন্য অপেক্ষা করছিলেন। টিভিতে দেখে মা ভেঙে পড়েছেন। বলেন, ওঁকে আসতে বারণ কর”।
এরপরই পুলিশের গাড়িতে দু’জনকেই তোলা হয়। তাঁদের লালবাজার সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে ডিসি সাউথ-সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে, পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us