সেন্ট্রাল মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো চলাচল

১২টা থেকে এই অংশে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kolkata-metro-line-1_0_1200

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবারও বিপর্যস্ত হল কলকাতার মেট্রো পরিষেবা। সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক যাত্রীর মরণঝাঁপের জেরে শনিবার দুপুরে গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল পর্যন্ত বন্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা। দুপুর ১২টা থেকে এই অংশে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

কী ঘটেছে?

মেট্রো সূত্রে খবর, বেলা ১১টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বরমুখী আপ লাইনে সেন্ট্রাল স্টেশনে এক যাত্রী ঝাঁপ দেন। সেই সময় মেট্রো স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ট্রেন চালক আচমকা ব্রেক কষলেও রক্ষা করা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

kolkata-metro-1200

এই ঘটনার জেরে গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আংশিক পরিষেবা চালু রয়েছে।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন থেকে পরিষেবা পুরোপুরি চালু হবে, তা এখনও নিশ্চিত নয়।