BREAKING: বঙ্গ বিজেপিতে এবার "শমীক" অধ্যায়! আনুষ্ঠানিক ঘোষণা কেন্দ্রীয় বিজেপির

রাজ্য বিজেপির দায়িত্ব এবার শমীক ভট্টাচার্যর হাতে।

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp leader shamik.jpg

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা ভোটের আগে বড় দায়িত্ব নিলেন শমীক ভট্টাচার্য। শমীক হলেন নতুন রাজ্য বিজেপি সভাপতি। আনুষ্ঠানিক ঘোষণা করল কেন্দ্রীয় বিজেপি। সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হল রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ। পুষ্পস্তবক দিয়ে শমীককে বরণ করলেন শুভেন্দু অধিকারী। ভিকট্রি সিম্বল দেখালেন শুভেন্দু। "বিজেপি নিমিত্ত মাত্র, লড়বে মানুষ। দলের সব কর্মীরা পাশে আছেন", বললেন শমীক।

BJP:কাল '২৬-এর নির্বাচনের শপথ BJP-র, নয়া সভাপতির অভিষেক!