অবশেষে বসলো সি সি টিভি ক্যামেরা!

১১ কিলোমিটার অংশে যান নিয়ন্ত্রণ করতে হবে লালবাজারকে। তাই সরকারি ভাবে বাসন্তী হাইওয়ের ওই অংশ নিজেদের আওতায় আসার পূর্বেই সেখানে সিসি  টিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু করল কলকাতা পুলিশ।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-03 at 13.35.07.jpeg

নিজস্ব সংবাদদাতা:   বর্তমানে বাসন্তী হাইওয়ের  প্রায় ১৬ কিলোমিটার রাস্তা কলকাতা পুলিশের অধীনে রয়েছে এবং সেখানে সিসি টিভি ক্যামেরাও রয়েছে  । কিন্তু ভাঙড় ও কাশীপুর থানা কলকাতা পুলিশের আওতায় চলে এলে ওই রাস্তার আরও প্রায় ১১ কিলোমিটার অংশে যান নিয়ন্ত্রণ করতে হবে লালবাজারকে। তাই সরকারি ভাবে বাসন্তী হাইওয়ের ওই অংশ নিজেদের আওতায় আসার পূর্বেই সেখানে সিসি  টিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু করল কলকাতা পুলিশ।