SSC SCAM: প্রথম গোপন জবানবন্দি করাল CBI

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় স্টেপ নিল সিবিআই। অবশেষে প্রথম গোপন জবানবন্দি করালেন সিবিআই আধিকারিকরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
cbiraid

নিজস্ব সংবাদদাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় প্রথমবারের জন্য আদালতে গোপন জবানবন্দি করাল সিবিআই (CBI)। একাধিক বার আদালতে প্রশ্নের মুখে পড়ে শেষে বড় পদক্ষেপ নিল সিবিআই। নাইসার এক আধিকারিকের গোপন জবানবন্দি করানো হয়েছে বলে জানা গেছে। বুধবার আদালতে ওই ব্যক্তির গোপন জবানবন্দি করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। আদালত সঙ্গে সঙ্গে সেটায় অনুমোদন দেয়। তাপস, নীলাদ্রি, কুন্তলের গ্রেফতারের (Arrest) পর থেকে শুধু আবেদন জমা পড়ছে। এই নিয়ে ক্ষুব্ধ ছিলেন বিচারক। তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এই বিষয় নিয়ে যা যা করণীয়, সব করার নির্দেশ দিয়েছেন তিনি। আইন অনুযায়ী, গ্রেফতারির ৯০ দিনের মধ্যে চার্জশিট (Chargesheet) জমা দিতে হবে। সেই অনুযায়ী তাপস, নীলাদ্রি, কুন্তলের মামলার চার্জশিট পেশ করতে মাত্র কিছুদিন বাকি রয়েছে।  

ad.jpg