তদন্ত শুরু করল CBI! শুরুতেই মূল অভিযুক্তকে নিল হেফাজতে

সিবিআই আসতেই বড় পদক্ষেপ।

author-image
Anusmita Bhattacharya
New Update
cbi.jpg

নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্ট আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করল তারা। টালা থানা থেকে এই মামলার একাধিক নথি সংগ্রহ করে সিবিআই।

3r

বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় তাদের একটি বিশেষ দল একাধিক দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে। মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেও হেফাজতে নিয়ে নিল সিবিআই। বুধবার সকালেই তাঁকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিল কলকাতা পুলিশ।

RG Kar Doctor Death Case: Accused Slept After Rape & Murder, Washed Clothes  To Destroy Evidence, Police Reveal

মূল অভিযুক্তকে হাতে পেয়ে মেডিক্যাল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। আর জি করে যাচ্ছেন আজই সিবিআই আধিকারিকরা। 

BJP alleges cover-up in Kolkata trainee doctor's rape-murder: 'Botch-up is  evident' | Latest News India - Hindustan Times