BREAKING: ২০১৯ সালের তিন বিজেপি কর্মী হত্যাকাণ্ডে অ্যাকশন নিল সিবিআই (CBI) ! সকাল সকাল সন্দেশখালি পৌছালো তদন্তকারী দল

বড় পদক্ষেপ নিল সিবিআই (CBI) ।

author-image
Debjit Biswas
New Update
CBI pic.jpg

নিজস্ব সংবাদদাতা : ২০১৯ সালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ভাঙিপাড়ায়,প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামের তিনজন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল। সম্প্রতি এই হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার এই বিষয়েই এক বড় পদক্ষেপ নিল সিবিআই (CBI)। আজ এই ঘটনার তদন্তে, সন্দেশখালির ভাঙিপাড়ায় পৌঁছেছে সাত সদস্যের সিবিআই (CBI) তদন্তকারী দল। তারা নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। হাইকোর্টের এই নির্দেশকে বিজেপি "বিচারের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ" হিসেবে ব্যাখ্যা করেছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

CBI1.jpg