New Update
/anm-bengali/media/media_files/2025/08/29/538841503_1418257236737226_5974639573469729817_n-2025-08-29-17-22-02.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে এবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল নেতা অতীন ঘোষের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআইয়ের টিম পৌঁছে যায় বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের বাসভবনে।
সূত্রের খবর, বাড়িতে অতীন ঘোষ উপস্থিত ছিলেন কি না তা স্পষ্ট নয়। তবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। আগে একই মামলায় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালিয়েছিল সিবিআই। উল্লেখযোগ্য, আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত, বর্তমানে সেই দায়িত্বে রয়েছেন অতীন ঘোষ। ফলে এই দুর্নীতির তদন্তে তাঁর ভূমিকাও খতিয়ে দেখছে সিবিআই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/19/atin-ghosh-2025-08-19-08-55-12.jpg)
অতীন ঘোষের কাছ থেকে নতুন কোনও তথ্য মেলে কি না, সেটাই এখন তদন্তকারীদের লক্ষ্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us