New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: কয়লা পাচারকাণ্ডে এবার আরও একটু চাপ বাড়ল রাজ্যের আইনমন্ত্রীর। এবার মলয় ঘটকের ব্যাঙ্ক স্টেটমেন্টে নজর সিবিআইয়ের। কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্ককে চিঠি পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আইনমন্ত্রী মলয় ঘটক তাঁর পরিবারের অন্য সদস্য ও তাঁর ঘনিষ্ঠ মিলিয়ে মোট ৫টি অ্যাকাউন্টের তথ্য চাইল সিবিআই। ১৩ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ককে নথি জমা দিতে বলেছে সিবিআই। অ্যাকাউন্ট গুলি খোলার সময় কী কী নথি জমা দেওয়া হয়েছিল তাও জানতে চেয়েছে সিবিআই।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us