যাদবপুরে ছাত্র মৃত্যুকাণ্ডে এবার CBI, NIA, NCB?

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিনিয়রদের উৎপীড়নের জেরে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এহেন ঘটনায় সকলেই তাজ্জব হয়ে গিয়েছেন। বাড়ছে উত্তেজনা।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু  রহস্য সকলকে নাড়িয়ে দিয়েছে। দফায় দফায় হচ্ছে বিক্ষোভ, প্রতিবাদ। ন্যায়ের আশায় চাতক পাখির মতো অপেক্ষা করছে মৃত ছাত্রের বাবা মা। এদিকে যাদবপুরকাণ্ডে তৃতীয়জনস্বার্থমামলাদায়ের হল কলকাতা হাইকোর্টে। আর এই জনস্বার্থ মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়েরই একপ্রাক্তনী। এদিকে এই মামলারতদন্তেসিবিআই, এনআইএএনসিবিকেযুক্তকরারআবেদনও করা হয়েছে। প্রশ্ন উঠছে, এই ঘটনায় কোনও কেন্দ্রীয় সংস্থা কি তদন্ত করতে আসরে নামবে?