নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের মামলা নিয়ে রবিবার অর্থাৎ আজ রাতে জানা গিয়েছে, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রাইম স্পট, হাসপাতালের জরুরি ভবন, ছেলেদের হোস্টেল এবং প্রিন্সিপালের অফিস পরিদর্শন করে সিবিআই দল।
#WATCH | RG Kar Medical College and Hospital rape-murder case | CBI team inspected crime Spot, Hospital Emergency building, boys' hostel and principal's office in RG Kar Medical College and Hospital pic.twitter.com/2FFJncVLQH