/anm-bengali/media/post_banners/W1vg5Ex07Hu5qU29i9AM.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি করে আরও বড় দুর্নীতির হদিশ পেল সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে যে, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত করতে গিয়ে সামনে এসেছে একাধিক দুর্নীতির কথা। জানা গিয়েছিল যে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মর্গ থেকে মরদেহ বাইরে মোটা টাকায় বিক্রি করতেন।
/anm-bengali/media/post_attachments/7a756327be548c6c9e5b8ec0b1b680fad860909d43e712bebe2a18c3ea38fb2e.webp)
তবে বলা বাহুল্য যে, মরদেহ বিক্রি করা ছাড়াও সামনে এসেছে আরও বড় চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে যে, হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রেও 'দুর্নীতি হয়েছে ওই হাসপাতালে। তদন্তকারীরা জানিয়েছে যে ২০২২ এবং ২০২৩ সালের নিয়োগ সংক্রান্ত তথ্যে কিছু গড়মিল মিললেও মিলতে পারে। সেসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি মেরিটের ভিত্তিতে নয়,বরং তার পছন্দের প্রার্থীদেরই নিয়োগ করতেন। এমনকি হাউস স্টাফ সিলেকশনের ক্ষেত্রে কোনও প্যানেলের অস্তিত্ব ছিল না বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us