TET ফেল করেও কীভাবে চাকরি? CBI-র এক চালেই সব ফাঁস

টেট পরীক্ষা ফেল করার পরেও চাকরি পেয়েছেন অনেকেই। এবার এই নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। কীভাবে অনুত্তীর্ণ হওয়ার পরেও শিক্ষকের চাকরি করতে পারছেন তাঁরা এবং বেতন পাচ্ছেন সেই নিয়ে প্রশ্নের মুখে পড়বেন ওই শিক্ষকরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
cbiraid

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: টেট অনুত্তীর্ণ, অথচ করছেন চাকরি। আসছে মোটা টাকা। বিরাট পদক্ষেপ নিল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কেন্দ্রীয় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা। ২০১৪ সালের টেট পাশ করেননি অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা পাওয়া গেছে। ধরে ধরে সেই সকল শিক্ষকদের বয়ান রেকর্ড করতে শুরু করল সিবিআই। গত দু'দিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ান রেকর্ড করেছেন আধিকারিকরা। টেটে পাশ না করেও কীভাবে পেলেন চাকরি? এই নিয়ে প্রশ্ন করা হবে ওই শিক্ষকদের।