New Update
/anm-bengali/media/media_files/0G4Ae0fsfYge10RqxDLZ.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সিবিআই বেরিয়ে যেতেই নিজের ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। নিজের মেজাজেই রয়েছেন তিনি। সিবিআইয়ের সঙ্গে কী কথোপকথন হয়েছে সেটা বললেন সংবাদমাধ্যমের সামনে। তিনি বলেন যে সিবিআই নাকি জানতে চেয়েছে তাঁর কটা বউ একটা নাকি দুটো? বেশ মজার ছলেই বললেন সেটা।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us