New Update
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি করে আজ আবার পা রাখলো সিবিআইয়ের দুটি দল। দুটি দলে রয়েছেন ৫-৬ জন করে সদস্য। যা জানা যাচ্ছে, একটি দল সেমিনার হল এবং তার আশপাশ এলাকা ঘুরে দেখেন। আরেকটি দল এদিন আরজি করের পুলিশ মর্গে যান, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। যেহেতু এখন সিবিআই, আরজি কর দুর্নীতি মামলার তদন্তভারও সামলাচ্ছে, তাই সে দিকটাও খেয়াল রেখে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
/anm-bengali/media/media_files/bZx6Q6Ffa2VkIc89Bk08.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us