New Update
/anm-bengali/media/media_files/2025/03/08/jNM5RMSS0XkvcoviATdV.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কাণ্ডে (Jadavpur University) হাইকোর্টের (High Court) ভর্ৎসনার পর টনক নড়ল কলকাতা পুলিশের। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya) যাদবপুর থানায় তলব। হাইকোর্ট রিপোর্ট তলবের পর ইন্দ্রানুজের অভিযোগের তদন্তে তৎপর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তিন ছাত্রকে জিজ্ঞেসাবাদ পর্ব শেষ হয়েছে। এক ওয়েবকুপার সদস্যের বয়ানও রেকর্ড করা হয়েছে। হাসপাতালে উপাচার্যের সঙ্গেও কথা পুলিশের। ভিসির ছেঁড়া পাঞ্জাবি সংগ্রহ করেছে তদন্তকারী দল। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে শনিবার থানায় তলব করেছে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/02/06/EZwBCC11BxaTnkjbkXUD.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us