New Update
/anm-bengali/media/media_files/0UYSncQORmhC9gU94pkx.jpg)
নিজস্ব সংবাদদাতা: হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) মিছিল করতে চেয়েছিলেন বিক্ষোভকারীরা। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মিছিল করার ব্যাপারে অনুমতি মিলেছে। তবে মিছিলের রুট বদল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাজরা (Hazra) ও হরিশ মূখার্জি রোডে মিছিল করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি। মিছিলের (Rally) রুট বদলে নিয়ে যাওয়া যেতে পারে আশুতোষ মুখার্জী রোডের দিকে। বুধবার সন্ধ্যায় হরিশ মুখার্জি রোডে এই মিছিল করার অনুমতি চেয়েছিলেন চাকরিপ্রার্থীরা। মিছিলের অনুমতি মিললেও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মনে খেদ থেকে যেতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us