কিছুদিন আগে পায়ে চোট লেগেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেলিকপ্টার থেকে জরুরীকালীন অবতরণ করতে গিয়ে আঘাত পেয়েছিলেন তিনি। সেই আঘাত এখনও ঠিক হয়নি।
নিজস্ব সংবাদদাতা: পায়ে লাগা চোট এখনও ঠিক হয়নি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই হতে চলেছে মন্ত্রিসভার বৈঠক। সোমবার থেকে নবান্নে যদি তিনি আসতে না পারেন তবে তাঁর বাড়িতেই হবে এই বৈঠক।