টিকিটের কালোবাজারি, পুলিশের ডাকা সাড়া দিল সিএবি

ময়দান থানায় পুলিশের সাথে দেখা করতে এলেন সিএবির আধিকারিকরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ezgif.com-gif-maker (93)(1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নোটিশ গিয়েছিল সিএবি প্রেসিডেন্টের কাছে। গতকালের পর আজ ফের একবার নোটিশ পেয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে এবার দ্বিতীয় নোটিশে দিলেন সাড়া।

অবশেষে ময়দান থানায় পুলিশের সাথে দেখা করতে এলেন সিএবির আধিকারিকরা। না স্নেহাশিস আসতে পারেননি। যেহেতু কাল ইডেনে রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। তাই একাধিক কাজে ব্যস্ত আছেন তিনি। তবে তার যাবতীয় তথ্য নিয়ে সিএবি আধিকারিকরা এদিন আসেন থানায়। 

এছাড়াও থানায় আছেন ‘বুক মাই শো’ সংস্থার আধিকারিকরা। কেননা, এই সংস্থার মাধ্যমেও টিকিট বিক্রি হয়েছে। তাই কত দামে কীভাবে টিকিট বিক্রি হয়েছে, তাই জানতে চায় পুলিশ। ইন্ডিয়া-সাউথ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারি মামলায় আজ নতুন করে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ৫ জন বেশি টাকায় টিকিট বিক্রি করেছে বলে অভিযোগ।

hiren