টিকিটের কালোবাজারি, সর্ষের মধ্যে ভূত! এবার গ্রেফতার সিএবি সদস্য

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে তৎপর পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
d

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচের টিকিট ঘিরে দেদার কালোবাজারির অভিযোগ উঠছে। ৯০০ টাকার টিকিটের দর উঠছে ৮ হাজার টাকা, কোথাও আবার আরও বেশি। টিকিট না পেয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। গত কয়েকদিন ধরে পুলিশের লাগাতার অভিযানে অন্তত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে এন্টালি থেকে হেমল শাহ ও ইসমাইল হুডা ওরফে টিঙ্কু নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হেমল শাহ সিএবি সদস্য। যদিও সিএবি-র তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

hire