নিজস্ব সংবাদদাতা: পরশু থেকে ৩ দিনের জন্য বাস ধর্মঘটের ডাক রাজ্যে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হবে এই ধর্মঘট। পুলিশের জুলুমের প্রতিবাদে তিন দিনের ধর্মঘটের ডাক বাস মালিকদের সংগঠনের। দাবি, পুলিশের সঙ্গে বাস মালিক সংগঠনের ভিডিও কনফারেন্সে আলোচনা ব্যর্থ।
/anm-bengali/media/media_files/tnhf7DyrKYu4ZvdJly9D.jpg)