New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ হাওড়া ব্রিজে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি ধাক্কা মারে ব্রিজের লোহার পিলারে। ব্রেক ফেল করে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান যাত্রীদের। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে ১২/এ রুটের বেসরকারি বাসটি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ থেকে ১০ জন যাত্রী।
/anm-bengali/media/media_files/BY0BCwphbUxrfOtKraq7.jpg)
সূত্রে খবর, মেটিয়াবুরুজ এলাকা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। আহতদের মধ্যে মহিলা যাত্রীও আছেন। আহতদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একেবারে দুমড়ে মুচড়ে যায় বেসরকারি বাসের সামনের অংশ।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us